চিরকালীন রহস্য ঃঃ রোকন উদ্দিন রোকন



এখানে আকাশ আছে এখানে আকাশ নেই কখনও ছিল কি না কে জানে আকাশ ছিল, 
আকাশ আছে অনন্ত কাল ধরে, তুমি আমি আমরা আছি  আমরা কোথাও নেই আসলেই আমরা আছি কি বা নেই,

পদ চিহ্ন মুছে যায় আবহমান কালের গহ্বরে 
এখানে স্রোতস্বীনি যায় বয়ে স্রোতস্বীনি একদিন ছিলনা এখানে হয়তো স্রোতস্বীনি আছে বা ছিল না এখানে কালের প্রহর গুনে যেত বালুময় ধূ ধূ প্রান্তর,

এখানে প্রেমের খেলা আছে সকলের অন্তর ছিল ভালবাসাহীন হয়তো প্রেম আছে কিংবা ভালবাসা নেই থাকা না থাকার দ্বন্দ্ব আর রহস্যের খেলা চলে নিরন্তর ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.