পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটিতে সিলেটের এড. মৃত্যুঞ্জয় ধর ও রজত ভট্টাচার্য্য নির্বাচিত



বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি পদে সিলেটের এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা ও সাংগঠনিক সম্পাদক পদে অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য নির্বাচিত হয়েছেন। বিগত ২০২১ সালের ২৪ ও ২৫ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে তারা নির্বাচিত হন। নির্বাচিত নেতৃবৃন্দ ১৭ জানুয়ারি সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পূজা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার। 

এদিকে নবনির্বাচিত সিলেটের দুই কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পূজা পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ এবং মহানগর শাখার সভাপতি সুব্রত দেব ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

তারা এক যুক্ত বিবৃতিতে কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিতদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে আশা প্রকাশ করে বলেন নেতৃবৃন্দের নিষ্ঠা, সততা, কর্ম দক্ষতা ও সাংগঠনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কার্যক্রমকে আরো গতিশীল করবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.