সদর উপজেলার কালাগুলের বাৎসরিক অনুষ্ঠান উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা



সিলেট সদর উপজেলার কালাগুলের বাৎসরিক অনুষ্ঠান “শ্রী শ্রী মহালক্ষী গ্রীবাপীঠ” কে সামনে রেখে (২১ জানুয়ারি) শুক্রবার মন্দির প্রাঙ্গনে এক আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
মন্দির কমিটির সভাপতি রঞ্জিত নায়েকর সভাপত্বিতে ও মন্দির কমিটির সাধারণ সম্পাদক বীরেশ দেব নাথ দেবু ও সহ সাধারণ সম্পাদক প্রহল্লাদ দেব নাথের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডঃ রঞ্জণ চন্দ্র ঘোষ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চা ভেলীর সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজু গোয়ালা, হিন্দু কল্যাণ ফাউন্ডেশন সিলেট এর প্রতিনিধী মৃদুল দাশ, শ্রীবাস মহালী, বিলাশ ব্যানার্জী, নান্টু রঞ্জন সিংহ, দোলন কর্মকার দুলু, শিবাজী গুপ্ত, দেবু বাউরী, শুভ্র চাষা, মিটুন বিশাস সহ চা বাগান এর পঞ্চায়েত নেতৃবৃন্দ।
আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি এবং মন্দির কমিটির সকল সদস্য বৃন্দ ও উপস্থিত সকল ভক্ত বৃন্দের উপস্থিতিতে শ্রী শ্রী মহালক্ষী গ্রীবাপীঠ মন্দিরের অনুষ্টানাদির রান্নার জন্য দোতলা বিশিষ্ট রান্না ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
প্রধান অতিথি তার বক্তিতায় বিভিন্ন দিক নির্দেশনা ও বর্তমান পরিচালনা পর্ষদ এর ভুয়সি প্রশংসা করেন এবং বর্তমান পর্ষদ এর তত্বাবধানে মন্দিরের উন্নয়ন কার্যক্রম ত্বরাহ্নিত করার নির্দেশনা দেন।
সভার শুরুতে চন্ডি পাঠ করেন মন্দিরের পুরোহিত মাধব চক্রবর্তী সেই সাথে গ্রীবাপীঠ পুনঃ প্রকাশ গ্রন্ত্রের প্রণেতা ও প্রত্নতত্ব বিধ গবেষক কমলা কান্ত গুপ্ত (১৯১১ থ ২০০৬) সহ প্রয়াত সকলের আত্মার শান্তি কামনায় এক (১) মিনিট নিরবতা পালন করা হয়। বিজ্ঞপ্তি

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.