গ্রিন জেমস স্কুলে ড্রিম এলাইভ “ডেভলাপিং অফ চিলড্রেন্স মাইন্ড” অনুষ্ঠানের ১ম ধাপ সম্পন্ন
ড্রিম এলাইভ “ডেভলাপিং অফ চিলড্রেন্স মাইন্ড” নামের একটি প্রজেক্ট নিয়ে কাজ করছে। তারা বিভিন্ন স্কুলে গিয়ে প্রজেক্টটি পরিচালনা করছে। গত ১৭ জুন সিলেটের দক্ষিণ সুরমায় “গ্রিন জেমস ইন্ট্যারন্যশনাল স্কুল এন্ড কলেজ” এ প্রথম ধাপের অনুষ্টান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অংশ গ্রহন করে গ্রিন জেমস ইন্ট্যারন্যশনাল স্কুল এন্ড কলেজের ষষ্ঠ, সপ্তম এবং নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা।
বাচ্চাদের শিখানো হয় পড়াশুনার পাশাপাশি দল গঠন এবং দলবদ্ধ ভাবে প্রজেক্ট তৈরি করা এবং প্রজেক্টে দলবদ্ধ ভাবে কাজ করা। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিয়ে দল গঠন ও প্রজেক্ট তৈরি করা হয় এবং প্রজেক্ট নিয়ে ছাত্র ছাত্রীদের সাথে আলোচনা করা হয় এবং আগামী (১৯ জুন) বুধবার প্রজেক্ট নিয়ে দ্বিতীয় ধাপে কাজ করা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত উপস্থিত ছিলেন, গ্রিন জেমস ইন্ট্যারন্যশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল প্রফেসর গোলাম রাব্বানী, ভাইস প্রিন্সিপাল মো. শাহাব উদ্দিন শেখ, সংগঠনের প্রতিষ্টাতা মোহাম্মদ আজিজুর রহমান, ভলেন্টিয়ার তানভীর আহমেদ, আদিবা জাহান মিতু, মো. ফারহান কাবির চৌধুরী, সাইফুর রহমান চৌধুরী প্রমুখ।


কোন মন্তব্য নেই