ইলিয়াস আলীর সন্ধান কামনায় ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের মিলাদ ও দোয়া মাহফিল
কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান ও সুস্থ্যতা কামনায় সোমবার (১৭ জুন) বাদ আছর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থ্যতা, মজলুম জননেতা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের সুস্থ্যতা কামনা এবং শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর ও সাবেক কাউন্সিলর দিনার খান হাসুর পিতার রুহের মাগফেরা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও ইলিয়াছ মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক শেখ মখন মিয়া চেয়ারম্যান, জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আহমদ সহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই