দাউদপুর ইউনিয়ন প্রবাসী ট্রাস্টের ৩য় বর্ষপূর্তি উদযাপন
দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন প্রবাসী ট্রাস্টের ৩য় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান গত ১৫ জুন শনিবার বিকালে ট্রাস্টের ইলাইগঞ্জ বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেক কেটে ট্রাস্টের ৩য় বর্ষপূর্তি উদযাপন করা হয়।
দাউদপুর ইউনিয়ন প্রবাসীর ট্রাস্টের উপদেষ্টা গৌস উদ্দিনের সভাপতিত্বে ও বাংলাদেশ বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা ডাঃ সালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক দুবাই প্রবাসী আছাদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের সহ সাধারণ সম্পাদক মালেশিয়া প্রবাসী শাহেদ আহমেদ, কুয়েত প্রবাসী খালেদ আহমেদ, দুবাই প্রবাসী মিফতা উদ্দিন, ৬নং ওয়ার্ড মেম্বার আশিকুর রহমান টিপু।
মাওলানা আনা মিয়ার পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস্তবায়ন কমিটির সদস্য মাহবুবুল ইসলাম রানা, আনসার কমান্ডার ইলিয়াস আলী, কলমদ্দর আলী, আতিকুর রহমান, সাবুল আহমেদ, শাকিল আহমেদ, মোঃ সামি উদ্দিন, আজির রহমান, আলী আহমেদ, জামিল হোসেন, মিসবাহ উদ্দিন, আহমেদ ইয়হিয়া সাদি, মোজাম্মেল আলী প্রমুখ। দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন গৌস উদ্দিন। বিজ্ঞপ্তি


কোন মন্তব্য নেই