সবুজ বনায়নে বৃক্ষ রোপনের গুরুত্ব অপরিসীম


প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশের ভারসাম্য রক্ষায় ও সবুজ বনায়ন গড়তে বৃক্ষের গুরুত্ব অপরিসমী। এ লক্ষ্য বাস্তবায়নে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্যদের বৃক্ষরোপণ কর্মসূচিতে উল্লেখযোগ্য অবদান রাখার আহবান জানান।
গতকাল ১৭ জুন সোমবার বিকালে সিলেট আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ ফখরুল আলম নগরীর আখালিয়াস্থ জেলা কার্যালয় প্রাঙ্গণে নটকন বৃক্ষের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে চলমান কম্পিউটার প্রশিক্ষণার্থী, বন্যা, দুযোর্গ ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার, উপজেলা মহিলা আনসার প্লাটুন কমান্ডার ও ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডরদের প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে জেলা কমান্ড্যান্ট মোঃ ফখরুল আলম আরো বলেন, এ বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রত্যোক প্রশিক্ষণার্থীকে কম পক্ষে ৫টি করে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপন করতে হবে এবং প্রশিক্ষণ শেষে নিজ নিজ এলাকা গিয়ে গ্রামের সাধরণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করতে হবে। তবেই সংগঠনের সুনাম অর্জনের পাশাপাশি দেশের প্রাকৃতিক ভারসাম্য ঠিক থাকবে। বিজ্ঞপ্তি

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.