প্রতিপক্ষ বাংলাদেশ, যা বললেন ইমাদ



চলতি বিশ্বকাপের রাউন্ড রবিন লিগে ৫ই জুলাই নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। টাইগারদের বিপক্ষে পাকিস্তানের সাম্প্রতিক রেকর্ড খারাপ হলেও দল ছন্দে থাকায় আত্মবিশ্বাসী পাকিস্তান দলের স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর তিনি বলেন, ‘আমরা কোনো দলকে ভয় পাচ্ছি না। আমি বিশ্বাস করি, যদি আমরা শতভাগ দিতে পারি তবে এই টুর্নামেন্টে যে কোন দলকে হারাতে পারবো।’
উল্লেখ্য, এ নিয়ে টানা ৩ ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনাল খেলার আশা টিকিয়ে রাখলো ৯২’র চ্যাম্পিয়নরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.