আকরাম খানের স্ত্রীর অদ্ভুত টুইট!



প্রায় জিতেই যাচ্ছিল আফগানিস্তান। ম্যাচ গড়িয়েছে শেষ ওভারে। শেষ পর্যন্ত আফগানদের বিপক্ষে পাকিস্তান পেয়েছে রুদ্ধশ্বাস জয়। আর এই জয় দেখাটা ছিল বেশ চাপের। এই চাপে অসুস্থ হয়ে যেতে পারেন সমর্থকরা। পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ওয়াসিম আকরামের স্ত্রী শানেইরা আকরামের এমনই ধারণা।


শনিবার পাক-আফগানদের শেষ ওভারের জয় দেখে মজা করে শানেইরা টুইট করে লেখেন, 'আমার মনে হয়, ম্যাচের আগে দর্শকদের জন্য পরামর্শ দেয়া উচিত যে, এই ম্যাচ দেখলে আপনার শরীর খারাপ হতে পারে। কারণ পাকিস্তানের ম্যাচগুলো হার্ট স্টপার।'
২০১৩ সালে শানেইরাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন আকরাম। অস্ট্রেলিয়ান শানেইরার সঙ্গে মেলবোর্নে আলাপ হয় আকরামের। ওয়াসিম আকরাম নিজে এখন ইংল্যান্ডে। ধারাভাষ্যকারের কাজে ব্যস্ত রয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.