বিরাট কোহলিকে সাজা দিল আইসিসি



শনিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আইসিসি কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে শাস্তি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। নামের পাশে ১টি ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ার পাশাপাশি তার ম্যাচ ফি থেকেও জরিমানা করা হয়েছে।
বিশ্বকাপে শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে বিপাকে পড়ে ভারতীয় ব্যাটিং। মাত্র ২২৪ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। অল্প রানের পুঁজি চিন্তা বাড়ায় ভারত অধিনায়কের। তাই দ্বিতীয় ইনিংসে একটু বেশি আক্রমণাত্মক দেখাচ্ছিল বিরাটকে। আফগান ইনিংসের তৃতীয় ওভারেই শামির বল ব্যাটসম্যান জাজাই-এর প্যাডে আছড়ে পড়ে। আবেদন নাকচ করে দেন আম্পায়ার।

ভারতীয় দল রিভিউ নিলে দেখা যায়, বলটি লেগ স্টাম্পের সামান্য বাইরে পড়েছে। বলের কিছুটা অংশ লেগ স্টাম্পের বাইরে পড়ায় আবেদন নাকচ করেন তৃতীয় আম্পায়ার। রিভিউ নষ্ট হয় ভারতের। কিন্তু ভারত অধিনায়ককে দেখা যায় রিভিউ নষ্ট হওয়া নিয়ে আম্পায়ারকে উত্তেজিতভাবে কিছু বলতে।
আইসিসি তাই কোহলির বিরুদ্ধে প্রথম ধারার নিয়ম ভাঙার অভিযোগ আনে। অনুচ্ছেদ ২.১ এর ধারা অনুযায়ী, ক্রিকেটার বা ম্যাচ পরিচালনাকারীদের প্রতি অবমাননা করার অভিযোগ আনা হয়। কোহলি অবশ্য তার ওপর ম্যাচ রেফারি ক্রিস ব্রডের আনা অভিযোগ মেনে নেন। আনষ্ঠানিকভাবে তাই শুনানির দরকার পড়েনি।
এ নিয়ে কোহলি ২০১৬ সালের পর দু’বার জরিমানা গুনলেন, এতে দু’টি ডিমেরিট পয়েন্ট হয়ে গেল তাঁর। এর আগে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে নিয়ম ভাঙেন কোহলি। ২৪ মাসের মধ্যে আরও দু’টি ডিমেরিট পয়েন্ট যদি যোগ হয়, তবে ম্যাচ থেকে সাসপেন্ডও হতে পারেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.