বিয়ের পর কলকাতায় ফিরে ‘অশান্তির’ প্রশ্নের মুখে নুসরাত!
বিয়ে সেরে রবিবার স্বামী নিখিল জৈনের সঙ্গে কলকাতায় ফিরলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানাতে গিয়েছিলেন আত্মীয়-বন্ধুরা। তবে, ফেরা মাত্রই সন্দেশখালি নিয়ে প্রশ্নে মুখে পড়তে হয় সাংসদকে। বসিরহাটে তৃণমূল-বিজেপি সংঘর্ষের সময়েও প্রশ্ন উঠেছিল তাঁর উপস্থিতি নিয়ে? এবার তুরস্ক থেকে রাজ্যে ফিরে তৃণমূল সদস্যেরও একই প্রশ্ন করা হয়।
এর উত্তরে তিনি জানান, সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে। দলের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে সব কিছু নিয়ন্ত্রণ করেছেন তিনি।
গত ৮ জুন ন্যাজাটে তৃণমূল-বিজেপি সংঘর্ষ শুরু হয়ে যায়। ওই ঘটনায় নিহত হয় দুই বিজেপি ও এক তৃণমূল সমর্থকের। এর পর ১৯ জুন তুরস্কে উড়ে যান ডেস্টিনেশন ওয়েডিং-এর জন্য। আগামী ৪ জুলাই কলকাতাতেই রাখা হয়েছে রিসেপশন পার্টি।
১৯ জুন বিয়েতে নুসরাত জাহানের পরনে ছিল লাল লেহেঙ্গা চোলি, গলায় বরমালা, ভারী গয়না আর হাতে লাল-সাদা ও সোনালি রঙের চূড় ও কালিরাস এবং মাথায় টিকলি। নিখিল জৈন পরেছিলেন হালকা গোলাপি রঙের শেরওয়ানি। মাথায় সেহরা আর গলায় রত্নখচিত মালা। বিয়ের আসরে নুসরাত জাহান আসেন রাজকন্যার বেশে আর রাজপুত বরের বেশে নিখিল জৈন।
গত সোমবার হয়েছে ইয়ট পার্টি। মঙ্গলবার হলো মেহেদি ও সংগীতের অনুষ্ঠান। বুধবার বিয়ের আগে সকালে গায়েহলুদের অনুষ্ঠান হয়। আর বৃহস্পতিবার খ্রিষ্টান রীতিতে বিয়ের পর সেদিন রাতে হয়েছে ‘হোয়াইট ওয়েডিং’ পার্টি।
তুরস্কের বোদরুমে নুসরাত জাহান আর নিখিল জৈনের বিয়েতে আমন্ত্রিত অতিথি ছিলেন ৩০ জন। ছিলেন তাঁদের দুজনের পরিবার, বন্ধু, সহকর্মী আর মেকআপ টিম। বিয়েতে ছিল খাবারের এলাহি আয়োজন।


কোন মন্তব্য নেই