‘হয়তো এটাই তোমায় পাঠানো আমার শেষ ছবি’



জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সোমবার সন্ত্রাসীদের সঙ্গে লড়াইয়ে নিহত হন ভারতীয় সেনাবাহিনীর মেজর কেতন শর্মা।

সন্ত্রাসীদের হামলায় কেতন গুরুতর আহত হলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেয়া হয়। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার পাঠানো শেষ হোয়াটসঅ্যাপ বার্তাটি সম্প্রতি সামনে এসেছে।

হাসপাতাল থেকেই স্ত্রীকে নিজের একটি ছবি হোয়াটসঅ্যাপ করেন কেতন শর্মা। গুরুতর আহত কেতন বুঝে গিয়েছিলেন যে জীবনযুদ্ধে এবার হার মানতে হবে তাকে।
তাই স্ত্রীকে পাঠানো সেই ছবির ক্যাপশনে তিনি লিখে দেন 'হয়তো এটাই তোমায় পাঠানো আমার শেষ ছবি'। উত্তরপ্রদেশের মেরঠে বাড়ি বীর সেনা ৩২ বছরের মেজর কেতন শর্মার। অনন্তনাগের আচাবলে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি।
কেতনের পরিবারে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী, চার বছরের শিশুকন্যা ও এক বোন রয়েছে। মঙ্গলবার দিল্লিতে কেতন শর্মার মরদেহে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উপস্থিত ছিলেন সেনা প্রধান বিপিন রাওয়াতও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.