সিলেটে এবার কিশোরীর লাশ উদ্ধার


সিলেটে একদিনে উদ্ধার হলো ৩টি লাশ। এর মধ্যে একটি লাশ এক কিশোরীর। ঝর্না আক্তার স্বর্ণা (১৩) নামে ওই কিশোরীর ঝুলন্ত মরদেহ বুধবার (১৩ এপ্রিল) দুপুর ১টার দিকে বাগবাড়ি মদিনা আবাসিক এলাকার কলোনি থেকে উদ্ধার করে কোতোয়ালি থানাপুলিশ।

কোতোয়ালি থানার এস.আই আমিনুল ইসলাম সিলেটভিউ-কে জানান, ঝর্ণা সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার আবুল মিয়ার মেয়ে। আবুল মিয়া স্ত্রী-সন্তানদের নিয়ে বাগবাড়ি মদিনা আবাসিক এলাকার একটি কলোনিতে থাকতেন। ঝর্ণার মানসিক সমস্যা ছিল। বুধবার দুপুরে ঘরের ভেতরে স্বর্ণার নিথর দেহ ঝুলে থাকতে দেখে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। পরে কোতোয়ালি থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.