দক্ষিণ সুরমা থেকে চাকুসহ ছিনতাইকারী আটক


সিলেট মেট্রোপলিটন দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে চাকুসহ ১ ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (১২ এপ্রিল) সাড়ে ৭টায় এসএমপি দক্ষিণ সুরমা থানাধীন শাহজালাল ব্রিজের দক্ষিণ পার্শ্ব থেকে তাকে আটক করা হয়। আটক- সেবুল আহমদ (২৬), জকিগঞ্জ থানাধীন সমসখানী এলাকার আব্দুল নূরের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি দক্ষিণ সুরমা থানার এসআই মো: সোহেল রানার নেতৃত্বে পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন শাহজালাল ব্রিজের দক্ষিণ পার্শ্বে অভিযান চালায়। এসময় দেহ তল্লাশি করে একটি প্লাস্টিকের বাটযুক্ত ষ্টিলের ছুরি (চাকু)সহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে এসএমপি দক্ষিণ সুরমা থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপি দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান তালুকদার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.