দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব কার্যালয় উদ্বোধনকালে বক্তারা ‘সাংবাদিকরা লেখনীর মাধ্যমে সমাজের বাস্তব চিত্র ফুটিয়ে তোলেন’



সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বক্তারা বলেছেন, সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে সমাজের বাস্তব চিত্র ফুটিয়ে তোলেন। সাংবাদিক সমাজ সবসময় অন্যায়ের বিরুদ্ধে ও ন্যায়ের পক্ষে থেকে সমাজ বিনির্মাণে ভ‚মিকা রাখেন। এজন্য সংবাদপত্রকে সমাজের দর্পণ ও সাংবাদিকদের সমাজের অগ্রসৈনিক বলা হয়ে থাকে।
গত (১৫ মার্চ) মঙ্গলবার নগরীর স্টেশন রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহবায়ক মোঃ ইমাদ উদ্দিন নাসিরী। সদস্য সচিব মোহম্মদ নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্ট্রোপলিটন পুলিশের মুখপাত্র বিএম আশরাফ উল্যাহ তাহের, সিলেট জেলা তথ্য অফিস (পিআইডি)’র সহকারী তথ্য অফিসার মাসুদ পারভেজ, সদর দক্ষিণ নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া চেয়ারম্যান, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও কাউন্সিলর আজম খান, দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমান ডালিম, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ মোর্শেদ আহমদ মুকুল, জেলা তথ্য অফিস (পিআইডি)’র তথ্য সহকারী মোঃ জহিরুল ইসলাম, সিলেট মহানগর জাসাসের সদস্য সচিব রাসেল আহমদ রানা, ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ শেমিম, তরুণ জ্বালানি ব্যবসায়ী মোঃ রিয়াদ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইউনুস মিয়া, শিল্পপতি নুরুল ইসলাম সুমন, বন্ধন সমাজ উন্নয়ন সংস্থা সিলেট’র সভাপতি আব্দুল মালেক তালুকদার, বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব হাজী ফরিদুর রহমান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য চঞ্চল মাহমুদ ফুলর। প্রেসক্লাবের পক্ষে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক ছাদিক আহমদ চৌধুরী, জুমান আহমেদ, সদস্য মোঃ সানওয়ার আলী, ইসমাইল আলী টিপু, এমরান ফয়সল, সাদিকুর রহমান সোহেল, এমদাদুর রহমান জিয়া।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা তথ্য অফিস (পিআইডি)’র অফিস সহায়ক, মোঃ উজ্জল, হযরত রাহাত আলী (রহঃ) দরবার শরিফের খাদেম মোঃ শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম, খলিল মিয়া, রুপল মাহমুদ, আমিন উদ্দিন আহমদ, মোঃ নুর আলী, সাংবাদিক নুর উদ্দিন রাসেল, মুনায়েম মুন্না প্রমুখ।
পরে অতিথিবৃন্দ ফিতা কেটে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে জেলা তথ্য অফিস (পিআইডি)’র পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানানো হয়। শেষপর্যায়ে মিলাদ শেষে মোনাজাত পরিচালনা করেন সভার সভাপতি মোঃ ইমাদ উদ্দিন নাসিরী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.