
ডেস্ক রিপোর্ট ঃঃ বিদেশ পাঠানোর নামে এক আদম বেপারী নিরীহ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ ওঠেছে। উক্ত ঘটনায় দিরাই থানার চরনাচর গ্রামের মৃত রমেন্দ্র রায় চৌধুরী ছেলে রাতুল রায় চৌধুরীকে অভিযুক্ত করে এসএমপি কমিশনার ও সিলেটের ডিআইজি বরাবরে ১০মার্চ একটি অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী সুশীল দাশ, তাপস রায়, বিমল বিশ্বাস, মো. হারিছ আলী, মো. আব্দুল হক। এতে তিনি উল্লেখ করে উক্ত রাতুল রায় চৌধুরী ২০০৭ সনে বিদেশে পাঠানোর কথা বলে এলাকার অর্ধ শতাধিক সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। বিদেশ যাবার স্বপ্ন আর পরিবারের আয় বাড়াতে অনেকেই জমি-জমা, স্বর্ণালংকার, গরু-বাছুর বিক্রি করে রাতুলের হাতে টাকা তুলে দেন। কিন্তু টাকা দেওয়ার কিছু দিনের মধ্যেই রাতুলের চেহারা পরিষ্কার হয়ে উঠে। বিদেশ যাত্রীরা বুঝতে পারেন তারা ভুল যায়গায় টাকা প্রদান করেছেন। উক্ত রাতুল একজন প্রতারক এবং মিথ্যাবাদী লোক। নানা টালবাহানা করে বিদেশ যাত্রীদের সাথে সময় ক্ষেপন করতে থাকেন উক্ত আদম বেপারী। এক পর্যায়ে টাকা প্রদানকারী বিদেশ যাত্রীরা বিরক্ত হয়ে রাতুলের কাছে তাদের জমা দেওয়া টাকা ফেরত চাইলে তিনি উল্টো নিরীহ এসব লোকদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন। তাছাড়াও তিনি পুলিশেরও ভয়ভীতি দেখান। তাদের অভিযোগ উক্ত রাতুলের নগরীর মদিনা মার্কেট এলাকায় মেসার্স চৌধুরী ট্রেডিং এজেন্সি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। উক্ত প্রতিষ্ঠানে মাদক সহ নানা অবৈধ কার্যকলাপ সংঘটিত হয়ে থাকে। তাছাড়াও অভিযোগ রয়েছে রাতুল রায় চৌধুরী একটি বাসার মালিককে বিতাড়িত করে উক্ত বাসা জবরদখল করে রয়েছেন। তার বিরুদ্ধে রয়েছে চেক জালিয়াতির মামলা। মামলা নং-১৯৪/১৯।
কোন মন্তব্য নেই