প্রধানমন্ত্রীর তহবিল থেকে সিলেটে ১১ হাজার শীতার্ত পাচ্ছেন কম্বল



প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সিলেট সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের ১১ হাজার ৭০ জন গরিব শীতার্ত পাচ্ছেন কম্বল। এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সামাজিক নিরাপত্তা সংক্রান্ত কর্মসূচিতে সরকার এক লক্ষ ৩শ হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়ন করছে। যা চলতি অর্থবছরের মোট বাজেটের ৩.১১ শতাংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে সামাজিক নিরাপত্তা সেবা উপকারভোগীদের কাছে পৌঁছানো হচ্ছে।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে শনিবার (১ জানুয়ারি) বেলা ২টায় নগরভবন প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. এ কে আব্দুল মোমেন আরো বলেন, এই তহবিল থেকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের মাধ্যমে সিসিককে নগদ ১০ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক পথ, রেল পথ এবং আকাশ পথের উন্নয়নের পাশাপাশি বিনিয়োগবান্ধব অবকাঠামো নির্মান করতে পারলে সিলেটকে দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি বলেন, দল মতের উর্ধ্বে উঠের সিলেটের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

মন্ত্রী তাঁর বক্তব্যে সিলেটবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট মহানগরীতে ২ হাজারেরও বেশি বস্তি রয়েছে। এসব এলাকায় স্বল্প আয়ের মানুষের বসবাস দিন দিন বাড়ছে। সামাজিক নিরাপত্তা সংক্রান্ত কর্মসূচির আওতায় মহানগর এলাকায় আরো বেশি বরাদ্দ দেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ রইলো।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি সিসিক কাউন্সিলর ও সাংরক্ষিত কাউন্সিলরদের উপস্থিতিতে ২৭ ওয়ার্ডের উপকারভোগীদের হাতে কম্বল তুলে দেন।

পরে নগরভবনের সম্মেলনকক্ষে মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন বিষয়ক মতবিনিয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.