হবিগঞ্জে ট্রাকের সাথে সংঘর্ষে সংবাদপত্রবাহী কাভার্ডভ্যানের চালক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি :: ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর নামক স্থানে ট্রাক ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত হয়েছে। 

সোমবার সকাল ৭টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত মাইক্রোবাস চালক তোফাজ্জল আলী (৪৮) সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার গৌরিনাথপুর গ্রামের মোজাম্মেল আলীর ছেলে। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, ঢাকা থেকে সংবাদপত্র বহনকারী একটি মাইক্রোবাস রতপুর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে  আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক তোফাজ্জল মারা যান। 

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.