সিলেট কারাগারের বিদায়ী সর্বপ্রধান কারারক্ষী মো. মোজাহের আলী সংবর্ধিত
সিলেট কেন্দ্রীয় কারাগারের সর্বপ্রধান কারারক্ষী মো. মোজাহের আলী অবসর গ্রহণ করেছেন। ০৭ জুলাই রোববার রাত ৮টায় সিলেট কেন্দ্রীয় কারাগারের উদ্যোগে এ বিদায়ি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিলের সভাপতিত্বে ও জেলার মো.আবু সায়েমের পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন কারা উপমহা পরিদর্শক পার্থ গোপাল বনিক।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডেপুটি জেলার মো. সালাম তালুকদার, নুরুল মবিন, নুর মোহাম্মদ সোহেল, হাবিবুর রহমান, জুবায়ের আহমদ, সার্জেন্ট শফিউল আলম, সর্ব প্রধান রক্ষি আব্দুল লতিফ, কাজি আনোয়ারুল হক, মো. ইউনুছ, ফার্মাসিস্ট আজাদ মিয়া, প্রধান কারারক্ষী নুরুল ইসলাম, সত্যজিৎ ব্যানার্জি, অলি উল্লাহ, মনফর আলি, আবুল হুসেন, আব্দুল হক প্রমুখ।
এ সময় সিলেট কেন্দ্রীয় কারাগারে কারা সহকারী বৃন্দ সহ সর্ব স্তরের কারা কর্মচারী বৃন্দ উক্ত বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আষাঢ়ের এই বৃষ্টি ঝরা শেষ বিকেলে প্রকৃতির বিরুপ আচরণে চারদিকে যেন থমথমে পরিবেশ বিরাজ করছে এমনই এক উদাসী ক্ষণে বিদায় নামের বেদনা বিদূর পর্ব আমরা উপনীত হয়েছি। দীর্ঘদিন এ প্রতিষ্ঠানের দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্য বাধকতা আর সময়ের তাগিদে আপনার বিদায় যেনো এক অসহানীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা। তাইতো বিদায়ের করুন সুরে আমাদের অন্তরে আজ অব্যক্ত বেদনায় ভারাক্রান্ত। আমাদের হৃদয় মন বিষন্নতায় আচ্ছন্ন। আমাদের চোখ ছল ছল। আপনার উপর অর্পিত দায়িত্ব পালনে আপনি ছিলেন অবিচল ও দৃঢ়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থে আপনি ব্যাক্তিগত ও পারিবারিক স্বার্থকে তুচ্ছ করে সমাজ ও দেশের প্রতি যে আনুগত্য ও ত্যাগের মানসিকতা প্রদর্শন করেছেন তা প্রশংসার দাবিদার।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিলের সভাপতিত্বে ও জেলার মো.আবু সায়েমের পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন কারা উপমহা পরিদর্শক পার্থ গোপাল বনিক।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডেপুটি জেলার মো. সালাম তালুকদার, নুরুল মবিন, নুর মোহাম্মদ সোহেল, হাবিবুর রহমান, জুবায়ের আহমদ, সার্জেন্ট শফিউল আলম, সর্ব প্রধান রক্ষি আব্দুল লতিফ, কাজি আনোয়ারুল হক, মো. ইউনুছ, ফার্মাসিস্ট আজাদ মিয়া, প্রধান কারারক্ষী নুরুল ইসলাম, সত্যজিৎ ব্যানার্জি, অলি উল্লাহ, মনফর আলি, আবুল হুসেন, আব্দুল হক প্রমুখ।
এ সময় সিলেট কেন্দ্রীয় কারাগারে কারা সহকারী বৃন্দ সহ সর্ব স্তরের কারা কর্মচারী বৃন্দ উক্ত বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আষাঢ়ের এই বৃষ্টি ঝরা শেষ বিকেলে প্রকৃতির বিরুপ আচরণে চারদিকে যেন থমথমে পরিবেশ বিরাজ করছে এমনই এক উদাসী ক্ষণে বিদায় নামের বেদনা বিদূর পর্ব আমরা উপনীত হয়েছি। দীর্ঘদিন এ প্রতিষ্ঠানের দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্য বাধকতা আর সময়ের তাগিদে আপনার বিদায় যেনো এক অসহানীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা। তাইতো বিদায়ের করুন সুরে আমাদের অন্তরে আজ অব্যক্ত বেদনায় ভারাক্রান্ত। আমাদের হৃদয় মন বিষন্নতায় আচ্ছন্ন। আমাদের চোখ ছল ছল। আপনার উপর অর্পিত দায়িত্ব পালনে আপনি ছিলেন অবিচল ও দৃঢ়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থে আপনি ব্যাক্তিগত ও পারিবারিক স্বার্থকে তুচ্ছ করে সমাজ ও দেশের প্রতি যে আনুগত্য ও ত্যাগের মানসিকতা প্রদর্শন করেছেন তা প্রশংসার দাবিদার।



কোন মন্তব্য নেই