দুই ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

ফাইল ছবি
প্রায় দুই ঘণ্টা পর মৌলভীবাজারের কুলাউড়ায় ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসের লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়েছে । আজ শুক্রবার বেলা ১২টার দিকে সিলেট-কুলাউড়া আউটার জংশনের সিগনালের কাছে বগিটি লাইনচ্যুত হয়। এরপর বেলা দুইটার দিকে বগিটি উদ্ধার করতে সক্ষম হয় রেল কর্তৃপক্ষ।
বগিটি উদ্ধারের পরে সেটি রেখেই ঢাকার উদ্দেশে রওয়ানা দেয় জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি। এর ফলে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে জানান কুলাউড়া রেলের লোকো ইনচার্জ দুলাল চন্দ্র দাস ও স্টেশন মাস্টার মহিউদ্দীন।
জানা যায়, আজ বেলা ১২ টার দিকে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। এ সময় সিলেট-কুলাউড়া রেল সেকশনের কুলাউড়া আউটার জংশনের সিগনালের কাছে পৌঁছালে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। মাঝের বগি লাইচ্যুত হলেও ট্রেনটি কুলাউড়া জংশন পর্যন্ত টেনে নিয়ে আসে। বগি লাইনচ্যুত হওয়ার পর সিলেটের সঙ্গে সব ধরনের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.