ইমরান আহমদ পূর্ণমন্ত্রী হওয়ায় জৈন্তাপুরে আনন্দ মিছিল



সিলেট-৪ আসনের ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইমরান আহমদকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ ও জনসাধারণ।

শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করানোর পরপরই জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন আনন্দ মিছিল বের করে। এ সময় মিষ্টি বিতরণও করা হয়।

সিলেট-৪ আসনে স্বাধীনতার পর এই প্রথম মন্ত্রী পেলেন এ আসনের জনগণ। ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য হওয়ায় এ এলাকার মানুষের প্রত্যাশা ছিল তাকে এবার মন্ত্রী করার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় তাদের প্রত্যাশা পূরণ হয়েছে।

শপথ বাক্য পাঠ করার পর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দ র‌্যালি বের করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.