দুইশ’ কোটির ক্লাবে ‘কবির সিং’



মাত্র ১৩ দিনে বক্স অফিসে ২০০ কোটি রুপি আয় করলো বলিউডের আলোচিত সিনেমা ‘কবির সিং’। ফলে ২০১৯ সালের সফল সিনেমার তকমা পেলো শহিদ কাপুর ও কিয়ারা আদবানি অভিনীত সিনেমাটি।
বলিউডের বাণিজ্যিক বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে জানান, ‘কবির সিং’ ডাবল সেঞ্চুরি করেছে। বুধবার (০৩ জুলাই) ৭ কোটি ৫৩ লাখ রুপি আয় করে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২০৬ কোটি ৪৮ রুপিতে। 
এছাড়াও তিনি আরও জানান, ৩ দিনে ৫০ কোটি, ৫ দিনে ১০০ কোটি, ৯ দিনে ১৫০ কোটি, ১০ দিনে ১৭৫ কোটি এবং ১৩ দিনে সিনেমাটি ২০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে।

ভারতের তেলেগু ভাষার সিনেমা ‘অর্জুন রেড্ডি’র অফিসিয়াল হিন্দি রিমেক ‘কবির সিং’। এতে শহিদ কাপুরের বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদবানি। দু’টি সিনেমারই পরিচালক সন্দীপ রেড্ডি।
শহিদ-কিয়ারার রসায়ন আর অভিনয়ের প্রশংসা শুনে দর্শক দলে দলে ‘কবির সিং’ দেখতে প্রেক্ষাগৃহে ছুটলেও মন ভরেনি সমালোচকদের। প্রতিটি দৃশ্য ‘অর্জুন রেড্ডি’র হুবহু নকল হওয়ায় সমালোচনা করেছেন অনেকেই। ২১ জুন ভারতজুড়ে সিনেমাটি মুক্তি পায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.