নিষেধাজ্ঞা উঠলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা, রাজি খামেনিও: ইরান



যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নিলেই কেবল ওয়াশিংটনের সঙ্গে তেহরান আলোচনায় বসতে পারে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও এতে সায় দিয়েছেন বলে জানিয়েছেন ইরানের গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলভি।

রাষ্ট্রীয় টিভি ইরনা বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। আলভি এর আগে বুধবার বলেছিলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি কেবল তখনই বিবেচনা করে দেখা যেতে পারে যদি (মার্কিন প্রেসিডেন্ট) ডনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা তুলে নেন। আর আমাদের সর্বোচ্চ নেতাও এ ধরনের আলোচনার অনুমতি দিয়েছেন।”
আলভি আরো বলেন, “যুক্তরাষ্ট্র ইরানের সামরিক শক্তিকে ভয় পায়। সেকারণেই তারা ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করেছে।”

ট্রাম্প গতমাসে বলেছিলেন,  ২০ জুন হরমুজ প্রণালীতে ইরানের মার্কিন ড্রোন ভূপাতিত করার জেরে তিনি ইরানে সামরিক হামলার সিদ্ধান্ত নিয়েও পরে ১৫০ জন মানুষের প্রাণহানির কথা ভেবে তা বাতিল করেন।
ইরানের দাবি ছিল যুক্তরাষ্ট্রের চালকবিহীন গোয়েন্দা বিমান ‘ড্রোন’ ইরানের আকাশসীমায় ঢুকে পড়াতেই সেটিকে ভূপাতিত করা হয়। কিন্তু যুক্তরাষ্ট্র বলছে, বিমানটি আন্তর্জাতিক আকাশসীমায় ছিল।
ট্রাম্প গত বছর ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে সরে এসে দেশটির ওপর সব পুরোনো নিষেধাজ্ঞা বহাল করার পর থেকে দুপক্ষে উত্তেজনার শুরু।
পারমাণবিক কর্মসূচি হ্রাস করার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে ২০১৫ সালে নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্য ও জার্মানির সঙ্গে ইরান এ ‘জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামের চুক্তিতে স্বাক্ষর করেছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.