জুন পারফরমেন্স, পুরস্কৃত এসএমপির ৮ সদস্য

জুন মাসে ভালো পারফরমেন্সের জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের ৮ সদস্যকে পুরস্কার প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে নগরীর নাইওরপুলস্থ এসএমপির কনফারেন্স হলে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভা শেষে তাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম।

অপরাধ সভায় সিলেট মহানগর এলাকার গত এক মাসের অপরাধ পর্যালোচনা করা হয়। ট্রাফিক বিভাগসহ অন্যান্য ইউনিটের কার্যক্রমও চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে।

গত জুনে সিলেট মেট্রোপলিটন এলাকায় মাদকদ্রব্যসহ মাদকসেবী ও ব্যবসায়ী আটক, গেস্খফতারি পরোয়ানা তামিল, ছিনতাইকারী আটক ও গেস্খফতার, ছিনতাইকৃত টাকা উদ্ধারের ক্ষেত্রে বিভিন্ন থানায় কর্মরত পুলিশ সদস্যরা যথেষ্ট সাফল্যের পরিচয় দিয়েছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তাদের এই সাফল্য বিরাট ভূমিকা রেখেছে। অপরাধ সভায় এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। এসব ক্ষেত্রে সাহস ও বুদ্ধিমত্তা প্রদর্শন করে যেসব পুলিশ সদস্য এই বাহিনীর সুনাম ও মর্যাদা সমুন্নত রেখেছেন এমন ৮ জন সদস্যের হাতে সরাসরি পুলিশ কমিশনার পুরস্কার তুলে দেন।

যারা পুরস্কৃত হয়েছেন তারা হলেন এসএমপি’র জালালাবাদ থানার এসআই চন্দ্র শেখর বড়ুয়া, এয়ারপোর্ট থানার এসআই আব্দুল বাতেন ভূঁইয়া, দক্ষিণ সুরমা থানার এসআই শাহিন মিয়া, শাহপরাণ (রহঃ) থানার এসআই সোহেল রানা, ডিবির এসআই সৌমেন দাস, ট্রাফিক সার্জেন্ট নুরে আলম সিদ্দিকী, কোতোয়ালী থানার এসআই তৈয়বুর রহমান পাশা ও মোগলাবাজার থানার এসআই মো. ইকবাল হোসেন।

অপরাধ সভার আগে সিলেটের পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভাও হয়েছে। সভায় পুলিশ কমিশনারসহ উর্ধ্বতন কর্মকর্তারা সদস্যদের বিভিন্ন সমস্যা শুনেছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.