‘টাকা নিয়ে পণ্য না দেয়া ডাকাতি’
তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান চুক্তি বাতিল করাকে ‘ডাকাতি’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান।
তুরস্কের সংবাদমাধ্যমে তিনি নিজের বক্তব্যের পক্ষে যুক্তিও দিয়েছেন।
এরদোয়ান বলেন, ‘আপনি একজন ক্রেতা এবং পণ্যের জন্য ঘড়ির কাটার মতো অর্থ পরিশোধ করলেন। এখন কেন আপনি পণ্য পাবেন না? এ ধরনের কারবার রীতিমতো ডাকাতি।’
তুরস্কের প্রেসিডেন্টকে উদ্বৃত করে জাতীয় দৈনিক হুরিয়াত বৃহস্পতিবার আরও খবর দিয়েছে, রাশিয়া থেকে তুরস্কের এস-৪০০ মিসাইল পদ্ধতির ওপরও মার্কিন নিষেধাজ্ঞা আসতে পারে।
তিনি বলেন, ‘এফ-৩৫ যুদ্ধবিমানের জন্য তুরস্ক ১.৪ বিলিয়ন ডলার পরিশোধ করেছে। ইতোমধ্যে চারটি হস্তান্তরও করেছে। আর এগুলো পরিচালনার জন্য আমাদের পাইলট দেশটিতে প্রশিক্ষণ নিতে গেছেন।’
এরদোয়ান বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ১১৬টি এফ-৩৫ যুদ্ধবিমান কেনার চুক্তি করেছিলাম। আমরা শুধু ক্রেতা নই, যৌথভাবে এটির উৎপাদকও। তুরস্ক থেকে এর কিছু অংশ উৎপাদন করার চুক্তি ছিল।’
সম্প্রতি যুক্তরাষ্ট্র এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি এবং তুরস্কের পাইলটদের প্রশিক্ষণের চুক্তি বাতিল করেছে। এ নিয়ে দেশ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে।


 
কোন মন্তব্য নেই