ভারতকে ন্যাটো মিত্রের সমমর্যদা দিয়ে মার্কিন সিনেটে জাতীয় নিরাপত্তা আইন পাস
মর্কিন সিনেটে মঙ্গলবার জাতীয় নিরাপত্তা আইন(এনডিএএ) বাজেট ২০২০ পাস হয়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে প্রতিযোগিতামূলক দূরত্ব নিশ্চিত করার জন্য ও প্রতিরক্ষা বিভাগকে শক্তিশালীকরার জন্য বাজেটে অর্থ বরাদ্দ করা হয়েছে। বিলে ভারতের সাথে প্রতিরক্ষা অংশীদারিত্ব বাড়ানোর জন্য সমর্থন প্রদান করে। ইয়ন।
বিলের খসড়া প্রস্তুত করেন ডেমোক্রাট সদস্য অ্যাডাম স্মিথ। তিনি চীনে সংবেদনশীল প্রযুক্তি হস্তান্তর বন্ধ ও চীনের কোম্পানীগুলোতে মার্কিন তহবিল বন্ধের আহŸান জানান।
বিলটিতে প্রতিরক্ষাখাতে বিনিয়োগ ইন্দো প্যাসিফিক অঞ্চলের সক্ষমতা ও কর্মক্ষম ধারণা পুনরুদ্ধার করতে এবং মার্কিন তুলনামূলক সেনা সুবিধা নিশ্চিত করতে সহায়তা করবে। তাছাড়া ইন্দো-প্যসিফিক অঞ্চলে অর্থ বিনিয়োগ এই অঞ্চলের স্থিতিশীল ও গতিশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে।
গত মে মাসে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছিলেন, যুক্তরাষ্ট্র স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যসিফিক সম্পর্ক সৃষ্টির উদ্দেশ্যে ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ক তৈরি করবে ।
বিলটিতে ৫জি প্রযুক্তিকে গুরুত্ব দেয়া হয়। ভারত ৫জি প্রযুক্তি চালু করলে যুক্তরাষ্ট তার দুটো বিমান ঘাঁটি থেকে নেটওয়ার্ক সুবিধা দেবে বলে বিলে উল্লেখ করা হয়।


কোন মন্তব্য নেই