পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ



৮ ম্যাচে ৩ জয়ে এরই মধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এবারের বিশ্বকাপের শেষ ম্যাচটি তাই হয়ে গেছে কেবলই আনুষ্ঠানিকতার। সেই ম্যাচের আগেই দুঃসংবাদ পেলো টিম বাংলাদেশ। 
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে আজ বৃহস্পতিবার, সকাল ১০টার লর্ডসের পাশে অনুশীলন কমপ্লেক্স নেটে ব্যাটিং করছিলেন মুশফিক। অনুশীলনের সময় ডান কনুইতে বল লাগে মুশফিকের। সেই বল লাগার পর আহত হয়ে প্রাথমিকভাবে চিকিৎসার পর ড্রেসিংরুমে রুমে চলে যান তিনি। সেখানে দলের ফিজিও তার অবস্থা পর্যবেক্ষণ করছেন। 

তবে মুশফিকের চোট কতটা গুরুতর কিংবা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে কোনো শঙ্কা সৃষ্টি হয়েছে কি না এ ব্যাপারে দলের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। ইনজুরি কতটা গুরুতর কিংবা মুশফিক আদৌ ম্যাচটি খেলতে পারবেন কিনা টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে ইনফর্ম উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম না খেলতে পারলে সেটি বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদই হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.