ইরানের বিরুদ্ধে যেকোনো যুদ্ধ ব্যর্থ হবে
ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের মনস্তাত্ত্বিক ও প্রচারণা যুদ্ধ ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি। বৃহস্পতিবার তেহরানে প্রকাশিত বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন।
মুখপাত্র বলেন, নিজের জনগণের ওপর নির্ভর করে ইসলামি প্রজাতন্ত্র ইরান একটি স্বাধীন ও শক্তিশালী দেশে পরিণত হয়েছে এবং জাতীয় নিরাপত্তা ও স্বার্থের ভিত্তিতে তেহরান নিজের গন্তব্য ঠিক করে ফেলেছে। পথচলার ক্ষেত্রে ইরান কখনোই অচলাবস্থার সম্মুখীন হয় না।
সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেন, ইরান কখনোই ‘যুদ্ধ করবে নাকি আলোচনা করবে’- এ ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভোগে না। তেহরান যেকোনো বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত নেয় এবং কোনো বিষয়ে কখনোই কিংকর্তব্যবিমূঢ় হয় না।
তিনি বলেন, ইরান একদিকে যেমন অকুতোভয় যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছে তেমনি উপযুক্ত সময়ে উপযুক্ত স্থানে আলোচনা ও সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করেছে।


কোন মন্তব্য নেই