বাংলাদেশ দলের জন্য সুসংবাদ



সাকিব আল হাসানের পর মুশফিকুর রহিমের চোট বাংলাদেশ দলের জন্য ছিল একটা বড় ধক্কা। বাংলাদেশ দলের এই নির্ভরযোগ্য ক্রিকেটার গতকাল শনিবার সকালে অনুশীলনে হাতের কব্জিতে আঘাত পেয়েছিলেন। হাতে বল লাগায় দ্রুত নেট ছেড়ে ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলেন তিনি।

তবে সর্বশেষ খবর হচ্ছে সমারসেট ক্রিকেট গ্রাউন্ডে আজ অনুশীলন করেছেন মুশফিক। ওয়ান টাচ ফুটবলের সাথে সেরে নিয়েছেন কিপিং প্রাকটিসটাও। মি. ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম বাংলাদেশের ব্যাটিং মেরুদণ্ডের অন্যতম অংশ। ক্যারিবীয়দের  বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে তাই বাংলাদেশের দরকার পূর্ণ শক্তির একাদশ।
ক্যারিবীয়দের বিপক্ষে সাম্প্রতিক ফর্মে এগিয়ে থাকবে টাইগাররাই। পরপর দুই ম্যাচ হেরে এবং বৃষ্টির কারণে একম্যাচ পরিত্যক্ত হওয়ার কারণে সেমির সমীকরণটা এখন প্রচন্ড জটিল। তবে আশা করা যাচ্ছে কাল জয় পেয়েই সব কিছু সহজ করবে মাশরাফিবাহিনী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.