হারল আফ্রিকা, হারল বাংলাদেশও
কেন উইলিয়ামসন একাই জয় পাইয়ে দিল নিউজিল্যান্ডকে। এই জয়ে পাঁচ ম্যাচে নয় পয়েণ্ট নিয়ে আবারও শীর্ষে উঠে গেল কিউইরা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের পরাজয়ে এবারের বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ দক্ষিণ আফ্রিকার। আফ্রিকার সঙ্গে বাংলাদেশের স্বপ্নও অনেকটা হাতছাড়া হয়ে গেল।
বুধবার ইংল্যান্ডের বার্মিংহামে আগে ব্যাট করে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪৯ ওভারে ৬ উইকেটে ২৪১ রান করে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ ও ৫৫ রান করেন রিশি ভেন দার ডুসেন ও হাশিম আমলা।
টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারের ৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। দলের জয়ে অনবদ্য ব্যাটিং করে সেঞ্চুরি করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তার দায়িত্বশীল ব্যাটিংয়েই জয়ের বন্দরে নোঙর ফেলতে সক্ষম হয় নিউজিল্যান্ড। দলের জয়ে ১৩৮ বলে ৯টি চার ও এক ছক্কায় অপরাজিত ১০৬ রান করেন উইলিয়ামসন।
আজকের ম্যাচের দিকে এই দুই দেশের দর্শকের সঙ্গে চোখ ছিল বাংলাদেশের দর্শকদেরও।
কারণ আজ নিউজিল্যান্ডের জয়ের প্রভাব পড়েছে বাংলাদেশর দলের সেমিফাইনালে উন্নীত হবার ক্ষেত্রে।
আজকের ম্যাচের কী প্রভাব? ব্যাপারটি কিছুটা এরকম যে বাংলাদেশের মূল প্রতিযোগিতাই এখন নিউজিল্যান্ডের সঙ্গে। অর্থাৎ এখন নিউজিল্যান্ড যদি পরবর্তী সব ম্যাচ জেতে এবং বাংলাদেশও তার পরের সবগুলো ম্যাচ জেতে, তার পরেও কিন্তু নিউজিল্যান্ড সেমিফাইনাল খেলবে। কারণ ওরা পয়েন্টে এগিয়ে।
বাংলাদেশকে সেমিফাইনাল খেলতে হলে, আজকের ম্যাচে নিউজিল্যান্ডের হার দরকার ছিল।
একমাত্র তাহলেই নিউজিল্যান্ডের পয়েন্ট কম থাকতো। কেবল আজকে না, সামনের দিনে নিউজিল্যান্ডকে একাধিক ম্যাচ হারতে হবে। মুশকিল হচ্ছে, সামনে ওদের যে কটা ম্যাচ আছে, সেখানে ওদের হারার সম্ভাবনা কম।
এই মূহুর্তে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড।
যেখানে বাংলাদেশ পাঁচটি ম্যাচ খেলেছে, এর মধ্যে দুইটি জিতেছে এবং দুইটি হেরেছে, এবং বৃষ্টির কারণে একটি ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হয়েছে।
বাংলাদেশের পয়েন্ট এখন পাঁচ, পয়েন্ট তালিকার পাঁচ নম্বরেই তাদের অবস্থান।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যদি জিততে পারতো, তাহলেও সেমিফাইনালের দৌড়ে এগিয়ে থাকতো বাংলাদেশ।
এছাড়া রান রেটেও পিছিয়ে আছে বাংলাদেশ। ঐ ম্যাচটা হেরে এবং শ্রীলঙ্কার সঙ্গে খেলতে না পেরে বলা যায় একটা ক্ষতি হয়ে গেছে বাংলাদেশের জন্য।
ফলে সামনে যে চারটি ম্যাচ রয়েছে তার প্রত্যেকটিতেই জিততে হবে টাইগারদের।কিন্তু তাতেও খুব বেশি আশা পাওয়া যাচ্ছে না।


কোন মন্তব্য নেই