ভয়াবহ বিমান বিধ্বস্ত, কেউই বেঁচে নেই



যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৯ জন নিহত হয়েছে। বিমানটি স্কাইডাইভার বহন করছিল। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানান, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে দুই ইঞ্জিনবিশিষ্ট বিমানটি বিধ্বস্ত হয়েছে। এটি হনলুলু কাউন্টির মোকুলেয়ারের কাছে দুর্ঘটনায় পতিত হয়।

কর্তৃপক্ষ বলছে, বিমানটিতে ৯ জন আরোহী ছিলেন। তাদের কেউই বেঁচে নেই।
প্রকাশিত ভিডিওতে একটি দেখা গেছে, কয়েক মাইল দূর থেকেও বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থানে ধোঁয়া উড়ছে।
এদিকে, বিমানটি উড্ডয়ন নাকি অবতরণ করার সময় বিধ্বস্ত হয়েছে তা এখনো পরিষ্কার হওয়া যায়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.