পুলিশ সুপার মনিরুজ্জামানকে শ্রমিক নেতা আব্দুস সালামের অভিনন্দন


ফাইল ছবি
সিলেটের পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামানকে সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং ২১৫৯-এর কার্যকরি সভাপতি মো. আব্দুস সালাম ও সাধারণ শ্রমিকদের পক্ষ থেকে তার বিদায় উপলক্ষ্যে এক শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা জানানো হয়েছে। ২৩ জুন বাংলাদেশ পুলিশ ঢাকার স্পেশাল ব্রাঞ্চে বদলী হওয়ায় তাকে এ শুভেচ্ছা জানান তারা।
২৩ জুন এক শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দরা বলেন, পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান সিলেটে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন। শ্রমিকদের সুখে-দুঃকে কাজ করে গেছেন। আমরা পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামানের এসব অবদানের কথা আজীবন স্মরণ রাখবো ইনশা আল্লাহ এবং আমরা আশা করি যিনি সিলেটে নতুন এসপি হয়ে এসেছেন আমাদের শ্রমিকদের কল্যাণের জন্য কাজ করবেন। নেতৃবৃন্দরা পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান ও সিলেটের নতুন এসপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বিজ্ঞপ্তি

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.