দেয়াল ভেঙে বের হল ৩৩০ কেজির মানুষ!



নাম তার নুর হাসান। ওজন ৩৩০ কেজির মতো। তিনি সম্ভবত এখন পাকিস্তানের সব থেকে ‘ওজনদার মানুষ’। নিজের ওজনের কারণে হরহামেশাই খবরের শিরোনামে এসেছেন নুর হাসান। তবে এ নিয়ে তার যে কত বিড়ম্বনা, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন।

দেশটির পাঞ্জাব প্রদেশের সাদিকাবাদ জেলার বাসিন্দা হাসানকে সম্প্রতি বাড়ির দেয়াল ভেঙে বের করে এনেছে পাক সেনারা।
সম্প্রতি নিজের ওজনের জন্য খুব কষ্ট পাচ্ছিলেন নুর হাসান। তাই কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত পাক সেনার কাছে আবেদন করেন তাকে সাহায্য করার জন্য। সেই আবেদনে সাড়া দিয়ে পাক আর্মি চিফ জেনারেল কমর জাভেদ বাজওয়া নির্দেশ দেন হাসানকে উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করতে।

তবে হাসানকে বাড়ি থেকে বার করতে বাঁধে বিপত্তি। দরজা ছোট। বার করে আনা সমস্যা। তাই দেয়াল ভেঙে বের করে আনা হয় হাসানকে। শুধু তাই নয় সড়ক পথে অ্যাম্বুলেন্সে না নিয়ে গিয়ে, হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে যাওয়া হয়।
প্রথমে নুর হাসানকে লাহোরের সেনা হাসপাতালে ভর্তি করে কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার চিকিত্সা চলছে।
স্থানীয় এক সংবাদ মাধ্যমের দাবি, ৩৩০ কেজির নুর হাসানই এখন পাকিস্তানের ভারি মানুষ। যদিও সরকারিভাবে এর কোনো সত্যতা যাচাই করা হয়নি।
২০১৭ সালে পাকিস্তানে এমন একটি ঘটনা সামনে আসে। মহম্মদ নামে এক ব্যক্তির ওজন ছিল প্রায় ৩৬০ কেজি। ল্যাপ্রোস্কোপি করে তার ওজন ২০০ কেজি হয়। অপারেশন চলেছিল ৫ ঘণ্টা। সেটাই ছিল পাকিস্তানের সব চেয়ে দীর্ঘ অপারেশন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.