সিসিকের সকল কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই ঃঃভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন



সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন বলেছেন, সিসিকের সকল কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। প্রতিটি ওয়ার্ডে জনসাধারণ কোন কাজগুলো চায় এবং সিসিক কি বিষয়ে কাজ করছে সেইগুলো সমন্বয় থাকতে হবে। তিনি উন্নয়ন কার্যক্রমের বর্ননা করে বলেন, ২৬নং ওয়ার্ডে বিগত দিনে প্রায় ২০০ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়েছে। ড্রেন, রাস্তাঘাট সহ প্রায় সকল ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আমাদের সবাইকে সচেতন হতে হবে। ২৬নং ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন ও সচেতন করে তুলতে ২০০ স্বেচ্ছাসেবী প্রস্তুত রয়েছে। তিনি ১০ই মে মঙ্গলবার ২৬নং ওয়ার্ডে কাউন্সিলর কার্যালয়ে সিলেট সিটি করপোরেশন কর্তৃক প্রকল্পের কাজের শুদ্ধাচার, স্বচ্ছতা আনয়ন ও গুনগত মান নিশ্চিত পূর্বক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে জনসংযোগ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন। 

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী নুর আজিজুর রহমান'র সভাপতিত্বে ও ২৬নং ওয়ার্ড সচিব সুলতান আহমদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সিলেট ডায়াবেটিস হাসপাতালের ট্রেজারার এম এ মান্নান, বীর মুক্তিযোদ্ধা এড.রফিকুল হক, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, নির্বাহী প্রকৌশলী মোঃ রাজি উদ্দিন খান, আব্দুস সোবহান,  সিলেট জেলা তাঁতীলীগের সভাপতি আলমগীর হোসেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী দুলাল আহমদ, বদরুল ইসলাম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক শিপু,মনির হোসেন, জয়দেব বিশ্বাস, শফিক মিয়া, হাজী সালাউদ্দিন, আব্দুল হাই শ্যামল, ফরহাদ আহমদ ময়না, মনির হোসেন, রিনা বেগম প্রমুখ। 

জনসংযোগ সভায় বক্তারা ২৬নং ওয়ার্ডসহ দক্ষিণ সুরমার তিনটি ওয়ার্ডের সুবিধা, অসুবিধা সহ বিভিন্ন বিষয়ে সিসিকের নজরে আনেন এবং দ্রুত সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহবান জানান। এই ধরনের জনসংযোগ অনুষ্ঠান প্রতিটি ওয়ার্ডে আয়োজনের প্রস্তাব রেখে সিলেট সিটি কর্পোরেশনকে বক্তারা ধন্যবাদ জ্ঞাপন করেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.