আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে শ্রমিকলীগ নেতা মিলনের শোক
ডেস্ক রিপোর্ট: সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগরে সহ প্রচার সম্পাদক মো. মফিজুল ইসলাম মিলন ।
মো. মফিজুল ইসলাম মিলন এক শোকবার্তায় বলেন, অর্থমন্ত্রী হিসেবে মরহুম মুহিত ছিলেন একজন সফল মন্ত্রী। তার মেধা, জ্ঞান এবং বিচক্ষণতা দিয়ে তিনি দেশের সেবা করে গেছেন। তার মৃত্যুতে জাতি একজন গুণী, ব্যক্তিকে হারালেন। এ ক্ষতি কখনোই পূরণ হবার নয় বলে উল্লেখ করেন।
শুক্রবার (৩০ এপ্রিল ২০২২ খ্রী.) দিবাগত রাত সাড়ে ১২টায় তিনি অসুস্থ অবস্থায় ঢাকাস্থ ইউনাইটেড আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। ভাষা সংগ্রামী আবুল মাল আব্দুল মুহিত ছিলেন খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিক, লেখক ও পরিবেশ কর্মী। ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা।


কোন মন্তব্য নেই