২০নং ওয়ার্ডে মিঠু তালুকদারের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ



সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু তালুকদারের উদ্যোগে ৮ম দিনের মতো রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। এধরণের ইফতার বিতরণ রমজানের শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে।

(২৫ এপ্রিল) সোমবার বিকেলে নগরীর শিবগঞ্জস্থ আকবরি মসজিদের সামনে মিঠু তালুকদার সমর্থকবৃন্দের সহযোগিতায় এই ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক লীগের সহ-সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শমসের আলী, এডভোকেট জাহাঙ্গীর আলম, ইশতিয়াক আহমদ, মো: আজাদ, সামাদ আহমদ। এছাড়াও ছাত্রলীগ নেতাকর্মীসহ ছাত্র ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.