‘শততম’ ম্যাচে রাহুলের সেঞ্চুরি, টানা হারের লজ্জা মুম্বইয়ের
আইপিএলে নিজের শততম ম্যাচটা সেঞ্চুরিতে রাঙালেন লোকেশ রাহুল। শনিবার মুম্বই ইন্ডিয়ানসের বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলেন লাখনৌ সুপার জায়ান্টস অধিনায়ক। ম্যাচে ১৮ রানের জয় কুড়ায় লাখনৌ।
মুম্বইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করে লাখনৌ। ৬০ বলে ৯ বাউন্ডারি ও ৫ ছক্কায় ১০৩ রানে অপরাজিত থাকেন রাহুল।
আইপিএল ক্যারিয়ারে এটি তার তৃতীয় শতক। তবে নতুন মৌসুমের শুরুটা রাহুল করেছিলেন ডাক মেরে। পরের দুই ম্যাচে যথাক্রমে ৪০ ও ৬৮ রানের ইনিংস খেলেন। চতুর্থ ম্যাচে ২৪ এবং পঞ্চম ম্যাচে আবার শূন্য রানে আউট হন এই ওপেনার। রাহুল ছাড়া লাখনৌর অন্য কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি।
দ্বিতীয় সর্বোচ্চ রান মানিশ পান্ডের। ২৯ বলে ৩৮ রান করেন তিনি। উইকেটরক্ষক কুইন্টন ডি কক করেন ১৩ বলে ২৪ রান। মুম্বইয়ের জয়দেব উনাদকাট নেন ২ উইকেট।
জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৮১ রানে শেষ হয় মুম্বইয়ের ইনিংস। সূর্যকুমার যাদব করেন সর্বোচ্চ ৩৭ রান। ৩১ রান আসে ডেওয়াল্ড ব্রেভিসের ব্যাট থেকে। লাখনৌর আবেশ খান ৩০ রানে নেন ৩ উইকেট। চলতি আসরে ৬ ম্যাচে ৪টিতেই জিতেছে লাখনৌ। উল্টো চিত্র মুম্বই ইন্ডিয়ানসের। টানা ৬ হারে পয়েন্ট টেবিলের তলানিতে রেকর্ড ৫ বারের চ্যাম্পিয়নরা। আইপিএলে এটাই মুম্বইয়ের সবচেয়ে বাজে শুরু। শুরুতে টানা ৬ ম্যাচ হারের বাজে রেকর্ডে মুম্বইয়ের সঙ্গে আছে শুধু দিল্লি ডেয়ারডেভিলস (২০১৩) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর (২০১৯)।
আইপিলে টানা সবচেয়ে বেশি হার
মুম্বই ইন্ডিয়ানস- ৬ (২০২২)
রয়্যাল চ্যালেঞ্জার্স- ৬ (২০১৯)
দিল্লি ডেয়ারডেভিলস- ৬ (২০১৩)
জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৮১ রানে শেষ হয় মুম্বইয়ের ইনিংস। সূর্যকুমার যাদব করেন সর্বোচ্চ ৩৭ রান। ৩১ রান আসে ডেওয়াল্ড ব্রেভিসের ব্যাট থেকে। লাখনৌর আবেশ খান ৩০ রানে নেন ৩ উইকেট। চলতি আসরে ৬ ম্যাচে ৪টিতেই জিতেছে লাখনৌ। উল্টো চিত্র মুম্বই ইন্ডিয়ানসের। টানা ৬ হারে পয়েন্ট টেবিলের তলানিতে রেকর্ড ৫ বারের চ্যাম্পিয়নরা। আইপিএলে এটাই মুম্বইয়ের সবচেয়ে বাজে শুরু। শুরুতে টানা ৬ ম্যাচ হারের বাজে রেকর্ডে মুম্বইয়ের সঙ্গে আছে শুধু দিল্লি ডেয়ারডেভিলস (২০১৩) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর (২০১৯)।
আইপিলে টানা সবচেয়ে বেশি হার
মুম্বই ইন্ডিয়ানস- ৬ (২০২২)
রয়্যাল চ্যালেঞ্জার্স- ৬ (২০১৯)
দিল্লি ডেয়ারডেভিলস- ৬ (২০১৩)


কোন মন্তব্য নেই