দক্ষিণ সুরমায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার গোটাটিকরে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিবলু আহমদ (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু ঘটেছে।

শনিবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে গোটাটিকর সুন্দরবন কমিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত শিবলু আহমদের সুনামগঞ্জে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, শিবলু আহমদ সিলেটে থাকতেন এবং শ্রমিকের কাজ করতেন। বেলা ১১টার দিকে গোটাটিকর এলাকায় বিদ্যুতের লাইনের উপর থাকা গাছের ডাল কাটতে গেলে হঠাৎ বিদ্যুৎ চলে আসে। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে পুলিশ, বিদ্যুৎ বিভাগের লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শিবলুকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য শিবলুর দেহ ওসমানী হাসপাতালে রাখা হয়েছে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.