পূজা উদযাপন পরিষদ কানাইঘাট উপজেলার আংশিক কার্যনির্বাহী কমিটি গঠন
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার আংশিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ১৯ নভেম্বর রায়গড় পূজা মান্ডব প্রাঙ্গনে দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে ভজন লাল দাসকে সভাপতি ও অলক চক্রবর্তীকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
এব্যাপারে রোববার (৫ ডিসেম্বর) সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযুদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ স্বাক্ষরিত এক পত্রে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করে জেলা শাখার অনুমোদন করার জন্য নির্দেশ দেন।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ সভাপতি মানব রঞ্জন দাস, তাপস চন্দ, বিশ্বজিৎ রায়, বিকাশ চন্দ্র দাস, প্রতাপ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নিলোৎপল দাস (নিলু), কোষাধ্যক্ষ গৌরাঙ্গ চক্রবর্তী। বিজ্ঞপ্তি


কোন মন্তব্য নেই