সব ফুল ঝরে যায় :: রোকন উদ্দিন রোকন
এখানে ফুটে আছে হরেক রকম ফুল
জারুল, কৃষ্ণ চূড়া, পলাশের বনে,
প্রজাপতি, মৌমাছি উড়ে উড়ে খেলা করে
কেউ বা ব্যস্ত আবার মধু আহরনে ।
একদিন আমরা কেউ আর থাকবো না
অপরূপ সোনা ঝরা এই পৃথিবীতে,
রয়ে যাবে ফুল, পাখি, ঝরনার কলতান
শীত, গ্রীষ্ম, বর্ষা আর শরত, বসন্তে ।
দুদিনের খেলা ঘরে নশ্বর মানব জীবন
মরুভূমির বুকে এক নদী বহমান,
দুরাশা, প্রতারনা, হাজারও লোভ লালসা
ভোগ আর অভিনয় সারাটা জীবন ।
সব ফুল ঝরে যায়, গতিহারা নদীও শুকায়
নিভে যায় প্রদীপ যেমন সংকটের রাতে,
একদিন ধ্বংস হবে রূপসী বসুন্ধরা, নক্ষত্র লোক
তবুও জীবন চলে জীবনের গতিতে ।
ছবি : ( PTC নোয়াখালীতে আমার সরকারী বাংলোর গেটের
সামনের পথ । )


কোন মন্তব্য নেই