পেট্রোলপাম্প ও সিএনজি ফিলিংস্টেশন এর ধর্মঘট স্থগিত



জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন ও বাংলাদেশ ট্যাঙ্কলরী ওনার্স এসোসিয়েশন এর প্রতিনিধি দলের একটি মতবিনিময় সভা ২৬ ডিসেম্বর শনিবার দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় এসোসিয়েশনের ৬ দফা দাবী সমূহের সাথে জেলা প্রশাসক এম কাজি এমদাদুল ইসলাম  তাঁর নৈতিক সমর্থন প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলোচনা করে বিষয়গুলো অতিসত্বর নিষ্পত্তির আশ্বাস দেন। বিশেষ করে, বাতিল হয়ে যাওয়া ১৯৮২ সালের আইন প্রয়োগ করে বিভিন্ন সদস্য প্রতিষ্ঠানে জরিমানা করায় দুখ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রাসাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন। এবং প্রবর্তিতে কোন অভিযান পরিচালনা করা হলে সংশ্লিষ্ট তেল বিপণনকারী কোম্পানি ও এসোসিয়েশন প্রতিনিধির উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পেট্রোল পাম্প, সিএনজি ফিলিংষ্টেশন ও ট্যাংকলরী মালিক এসোসিয়েশন এর  দাবী সমূহের প্রতি জেলা প্রশাসকের নৈতিক সমর্থন ও তা অতিসত্তর সমাধানের আশ্বাস প্রদানের প্রতিশ্রুতি পাওয়ায় আগামী কাল ২৭ ডিসেম্বর থেকে যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল তা সাময়িক ভাবে স্থগিত ঘোষণা করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ , জেলা সাধারন সম্পাদক নাসির উদ্দিন খান,অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিশেষ শাখা সিলেট মো: আমিনুল ইসলাম ,পিপিএম এডিসি(ট্রাফিক) জ্যোতির্ময় সরকার , পেট্রোলিয়াম এসোসিয়েশন এর সভাপতি মোস্তফা কামাল, সাধারন সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী, সিএনজি ফিলিংস্টেশন এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিয়াশদ আজিম আদনান.
ট্যাংকলরী এসোসিয়েশন এর সভাপতি হুমায়ুন আহমদ,
কাজী আনোয়ার হোসেন উপব্যবস্থাপক, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, আব্দুল বাকী ব্যবস্থাপক(বিক্রয়) যমুনা ওয়েল কোম্পানী, মোহাম্মদ সালাউদ্দিন উর্ধতন বিপনন কর্মকতা পদ্মাওয়েল কোম্পানী লিমিটেড, এছাড়াও উপস্থিত ছিলেন আমির আহমদ খুকু মিয়া, আলতাব হোসেন, সাজওয়ান আহমদ, সিরাজ হোসেন আহমদ, মো: হুরাইরা ইফতার হোসেন, এনামুল হক রুবেল, খান মোহাম্মদ ফরিদ উদ্দিন, রফিকুল ইসলাম, আব্দুল মুনাইম চৌধুরী, এডভোকেট নাদিম রহমান, নুরুল ওয়াছে আলতাফী, আলী আফসার মোহাম্মদ ফাহিম, সায়েম আহমদ, আফজালুর রহমান চৌধুরী, ছালিক আহমদ চৌধুরী, রিয়াদ উদ্দিন, মাছুম আহমদ ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নে সহভাপতি মনির হোসেন ও সহ-সভাপতি কাওছার আহমদ, প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.