ডি.এস.সোহেল ইদ্রিছে'র বিদায়ী সংবর্ধনা



পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেডে'র ডিলার ডিস্ট্রিবিউটার্সদের উদ্যোগে ডি.এস.সোহেল ইদ্রিছে'র বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেড এর কার্যালয়ে ৫ আগস্ট বুধবার দুপুর ১২ টায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর এজেন্ট এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব জুবায়ের আহমদ চৌধুরীর সভাপতিত্বে,
 
বক্তব্য রাখেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর এজেন্ট এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি মোস্তফা কামাল, ফরিদ উদ্দিন বাবর, ছায়েম আহমদ, হুমায়ুন আহমেদ, আলমগীর হোসেন, রিয়াদ উদ্দিন, নুরুল ওয়ায়েছ আলতাফি, এনামুল হক রুবেল, মুমিন আহমদ, মনিরুল ইসলাম, ইউনিউছ মিয়া, ছানুয়ার আলী প্রমুখ।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন দীর্ঘদিন এ প্রতিষ্ঠানের ডি.এস হিসেবে দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাগিদে আপনার বদলি যেনো এক অসহনীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা। ভাবতেই কেমন লাগছে৷ কিন্তু এটা তো প্রত্যেক চাকুরিজীবির জীবনের স্বাভাবিক ও অবিচ্ছেদ্য একটি ঘটনা৷ তাইতো বদলির করুণ সুরে আমাদের অন্তর আজ অব্যক্ত বেদনায় ভারাক্রান্ত। আমাদের হৃদয়-মন আজ বিষণ্নতায়  আচ্ছন্ন, আমাদের চোখ আজ অশ্রু  ছল ছল। আমরা আপনার অনুপস্থিতি বার বার উপলব্ধি করবো৷ 
প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্ব পালনে আপনি ছিলেন নিরলস কর্মী। তাইতো আপনার প্রতিটি দিন ছিল কর্মমুখর। নিজ দায়িত্বের প্রতি আপনি ছিলেন কর্তব্যনিষ্ঠ। পরিশেষে আপনার নতুন কর্মস্থল হোক অনাবিল সুখ-শান্তিতে সমৃদ্ধ- পরম করুণাময়ের কাছে এই আমাদের প্রার্থনা। আমরা আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.