নড়াইলে গৃহবধূ লাকী বিশ্বাস তিনমাস নিখোঁজ
নড়াইলে লাকী বিশ্বাস (২৫ )নামে এক সন্তানের জননী তিনমাস ধরে নিখোঁজ
রয়েছেন। অপরদিকে এবিষয় নেই কোন আইনি পদক্ষেপ। থানায় জিডি করলেও তিনমাসেও
কোন সুরাহা হয়নি লাকির। গত ১৮মে শনিবার বেলা ১১ টায় রুপগঞ্জের ভাড়া বাসা
থেকে মুলিয়া ইউনিয়নের ক্রোড়গ্রাম বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্য রওনা হয়ে
নিখোঁজ হন ওই গৃহবধূ।
জানা যায়, নিখোঁজের দিন
মুলিয়ার পাশে ক্রোড় গ্রামের নারায়ন গোলদারের স্ত্রী মেঝো বোন মেঘনা বাড়িতে
বেড়ানোর উদেশ্যে গৃহবধূ লাকী বিশ্বাস বেলা ১১ টায় রুপগঞ্জের ভাড়া বাসা থেকে
রওয়া হন। কিছু সময় পরে তার বোন মেঘনা, লাকীর মোবাইল নম্বরে যোগাযোগ করে
বন্ধ পান। আত্বীয় স্বজন বন্ধু বান্ধবদের নিকট খোজ খবর করে তার সন্ধান নাপ
পেয়ে ২১মে সদর থানায় জিডি করেন। লাকী বিশ্বাসের শুশুর বাড়ি সদরের উপজেলার
বাঁশগ্রাম ইউনিয়নের কামাল প্রতাপ গ্রামে। স্বামী বিদ্যুৎ বিশ্বাস ৯ বছর
বয়সের একমাত্র মেয়ে তৃনার লেখাপড়ার কথা চিন্তা করে প্রথমে লোহগড়া ও পরে
তারা নড়াইল শহরের রুপগঞ্জের বাসা ভাড়া করে থাকতেন ।
এ
প্রসঙ্গে লাকী বিশ্বাসের স্বামী বিদ্যুৎ বিশ্বাস জানান,‘ওহিদ দারোগা
মাধ্যমে ২১মে জিডি করি। কিন্তু আমাদের কোন জিডির কপি না দিয়ে তিনি
জানান,আমরা তদন্ত না করে কোন জিডির কপি দেবনা। এ ভাবে প্রায় ১মাস অতিবাহিত
হওয়ার পর ১৭জুন থানায় জিডি হয়েছে মর্মে একটি জিডির কপি দেন দারোগা। এখন
পর্যন্ত তার কোন সন্ধান আমরা পায়নি।’
এ বিষয়ে সদর থানার এস আই ওহিদুজ্জামান ওহিদ বলেন,‘আমি অনেক চেষ্টা করে কোন সন্ধান করতে পারেনি। তবে তার সন্ধান ও তদন্ত অব্যাহত আছে।


কোন মন্তব্য নেই