দুর্ঘটনার কবলে বরযাত্রীবাহী মাইক্রো, মা-মেয়ে নিহত আহত ৩

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে একটি বরযাত্রীবাহী মাইক্রোবাস। এতে এক মহিলা ও তার মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৩জন।

নিহতরা হচ্ছেন- জালালাবাদ থানার যুগীরগাও গ্রামের আমীর আলীর স্ত্রী সালমা বেগম (৩০) ও তার মেয়ে হাবিবা (৬)। এছাড়া তার আরেক মেয়ে জান্নাত (১৬) গুরুতর আহত হয়েছেন। অপর আহতরা হচ্ছেন- শাহনাজ (৩৫) ও খায়রুন নেসা (৩০)।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বরযাত্রীবাহী মাইক্রোবাসটি সিলেটের জালালাবাদ থানার যুগীরগাও গ্রাম একটি বিয়ের অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলায় যাচ্ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওমর ফারুক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.