বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলার সাধারণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট সদর উপজেলা শাখার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই শুক্রবার বেলা ২টায় বন্দরবাজারস্থ ব্রহ্মময়ী মন্দিরে এ সভা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট সদর উপজেলা শাখার সভাপতি নীলেন্দু ভূষণ দে অনুপ বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ। আগামী ২৬ জুলাই সিলেট সদর উপজেলায় জাতীয় পর্যায়ে শীমদ্ভগবত গীতা পাঠ প্রতিযোগিতার তারিখ নির্ধারিত ছিল। কিন্তু অনিবর্যাকারণবশত বন্যার কারণে পূর্বে নির্ধারিত তারিখ পরিবর্তন করে আগামী ৯ আগস্ট নতুন তারিখ নির্ধারণ হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জ্যোতিষ দত্ত, কানাই বিশ্বাস, লিটন দেব, দীপলাল ধর, গোবিন্দ লাল দেব টুটুল, লিটন পাল, মিলন উরাং, শৈলেন মুন্ডা, জীতেন সবর, অরুন হালদার, বসন্ত সুত্রধর প্রমুখ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট সদর উপজেলা শাখার সভাপতি নীলেন্দু ভূষণ দে অনুপ বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ। আগামী ২৬ জুলাই সিলেট সদর উপজেলায় জাতীয় পর্যায়ে শীমদ্ভগবত গীতা পাঠ প্রতিযোগিতার তারিখ নির্ধারিত ছিল। কিন্তু অনিবর্যাকারণবশত বন্যার কারণে পূর্বে নির্ধারিত তারিখ পরিবর্তন করে আগামী ৯ আগস্ট নতুন তারিখ নির্ধারণ হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জ্যোতিষ দত্ত, কানাই বিশ্বাস, লিটন দেব, দীপলাল ধর, গোবিন্দ লাল দেব টুটুল, লিটন পাল, মিলন উরাং, শৈলেন মুন্ডা, জীতেন সবর, অরুন হালদার, বসন্ত সুত্রধর প্রমুখ।


কোন মন্তব্য নেই