যে টিম ভারতকে হারাবে, তারাই জিতবে বিশ্বকাপ, ভবিষ্যদ্বাণী ভনের
কে জিতবে বিশ্বকাপ? ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শেষে ভবিষ্যদ্বাণী প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের।
বিশ্বকাপে অপরাজেয় তকমা নিয়ে ট্রফি জয়ের দিকে ধাপে ধাপে এগিয়ে চলেছে বিরাট কোহলির ভারত। সেই পথেই বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে ১২৫ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের দু'নম্বরে উঠে এল(১১ পয়েন্ট) নীল জার্সিধারীরা। ৬ ম্যাচ খেলার পর বিশ্বকাপে এখনও পর্যন্ত একমাত্র অপরাজেয় দল ভারত। আর কোহলির দলের এমন পারফর্ম্যান্স দেখেই বিশ্বকাপ জয় নিয়ে বড় মন্তব্য ভনের।
ভারতের ম্যাচ জয়ের পর টুইটে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ভন লেখেন, 'বিশ্বকাপে যে দল ভারতকে হারাবে, তারাই এবার বিশ্বকাপ জিতবে। '
চলতি বিশ্বকাপে ভারতের পারফর্ম্যান্স-
১) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬ উইকেটে ম্যাচ জেতে ভারত
২) টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩৬ রান হারায় কোহলিরা
৩) নটিংহ্যামে বৃষ্টির কারণে নিউজিল্যান্ড ম্যাচ ভেস্তে গিয়েছিল
৪)ম্যাঞ্চেস্টারে পাকিস্তানের বিরুদ্ধে ভারত ম্যাচ জেতে ৮৯ রানে।
৫)আফগানিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ ওভারে ভারত ম্যাচ জেতে ১১ রানে।
৬) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত ম্যাচ জিতল১২৫ রানে।
উল্লেখ্য টুর্নামেন্টে টানা ম্যাচ জেতায় আইসিসি'র ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে উন্নতি করে ইংল্যান্ডকে সরিয়ে এক নম্বরে উঠে এসেছে ভারত। ওয়ান ডে ক্রিকেটে কোহলিদের এই দাপট দেখেই ভনের ভবিষ্যদ্বাণী বিশ্বকাপে যে টিম ভারতের অপরাজেয় তকমা ঘোচাতে পারবে, তারাই জিতবে বিশ্বকাপ।
প্রসঙ্গত ভন এই মন্তব্য করলেন ইংল্যান্ড ম্যাচের আগে। ৩০ জুন এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নামছে নীল জার্সিধারীরা। অন্যদিকে এই ম্যাচ খেলতে নামার আগে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছে টানা দুই ম্যাচ হেরেছে ইংল্যান্ড।


কোন মন্তব্য নেই