পাকিস্তানের যাকে নিয়ে ভয় সৌরভ গাঙ্গুলীর



আজ ১৬ জুন ম্যানচেস্টারে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের উত্তেজনার শেষ নেই। এই ম্যাচে পাকিস্তানের একজনকে নিয়েই ভয়ে আছেন ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বারের বিশ্বকাপের দল বাছাই যখন করা হচ্ছে, তখন মোহম্মদ আমির কোথাও ছিল না। ওকে বাদ দেওয়া হয়েছিল। পরে চূড়ান্ত দলে আমিরকে জায়গা দেওয়া হয়। এখন আমির বিশ্বকাপের অন্যতম সেরা উইকেট শিকারী।’

সেই সঙ্গে ভারতকে সতর্ক করে তিনি বলেন, ‘ভারতকে কিন্তু সতর্ক হয়ে মাঠে নামতে হবে। এগিয়ে থেকে শুরু করছে ভারত, এমন ভাবনাচিন্তা করা একদমই ঠিক নয়। আমার মনে হয়, ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানকে হাল্কা ভাবে নিয়ে ভুগতে হয়েছিল ভারতকে।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.