পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের হেয়ালিপূর্ণ রসালো মন্তব্য
ট্রাম্পের রসবোধ নিয়ে সন্দেহ থাকার কোনও অবকাশ কখনই পায়নি বিশ্ববাসী। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিনিয়ত নিজের প্রবল হেয়ালিপূর্ণ-রসালো কৌতুকবোধের পরিচয় দিয়ে যাচ্ছেন ট্রাম্প। জাপানের ওসাকায় জি-২০ সম্মেলনেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে তার সহজাত ভঙ্গিমায় রসালো কৌতুক করেন ট্রাম্প। বিবিসি, সিএনএন
শুক্রবার ওসাকায় দুইনেতার দ্বিপাক্ষিক বৈঠক শুরুর আগে পুতিনের সঙ্গে হওয়া ফটোসেশনে উপস্থিত গণমাধ্যমের উপস্থিতির দিকে ইঙ্গিত করে ট্রাম্প রুশ প্রেসিডেন্টকে বলেন, ‘ফেইক নিউজ, অনেককিছুরই মিশ্রণ ঘটানো হতে পারে। এরা দারুণ দল, তাই না? আপনাকে তো নিশ্চই রাশিয়ায় এইধরনের ঝঞ্ঝাট পোহাতে হয় না।’ ট্রাম্পের কথার জবাবে একটু সময় নেন পুতিন এবং পরবর্তীতে বলে উঠেন, ‘না না, রাশিয়াতেও এই সমস্যা আছে।’
দুইনেতার জি-২০ সম্মেলনের সাইডলাইন বৈঠকের আগেই এক সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ‘হস্তক্ষেপ’ বিষয়ে তিনি পুতিনের সঙ্গে আলোচনা করবেন কিনা। জবাবে হাসতে হাসতে ট্রাম্প বলেন, তিনি অবশ্যই গুরুত্বপূর্ণ এ বিষয়টি আলোচনায় তুলবেন। ট্রাম্পের জবাব শুনে স্বভাবসুলভ মুচকি হাসি দেন পুতিন। আর এর পরপরই পুতিনের দিকে আঙুল তাক করে কপট রাগতভঙ্গিতে ট্রাম্প বলে ওঠেন, ‘দয়াকরে আমাদের পরের নির্বাচনে আপনারা আর হস্তক্ষেপ করবেন না।’ এই কথায় আবারও মুচকি হাসতে দেখা যায় পুতিনকে।
তবে, ট্রাম্পের সঙ্গে বৈঠকে ঠিক কী কী বিষয়ে কথা বলবেন জানতে চাইলে মুখের হাসিটুকু মুছে আবারও কঠোর ও ভাবলেশহীন মুখোভাব ফুটিয়ে তোলেন পুতিন। সাংবাদিকদের শুধু জানান, ‘আমাদের বেশকয়েকটি বিষয়েই আলোচনা করার আছে।’
এর আগে গত বুধবার, হোয়াইট হাউজের বাইরে একই প্রশ্নের জবাবে ট্রাম্পকে সাংবাদিকদের ওপর বেশখানিকটা আক্রমণাত্মক হয়ে উঠতে দেখা যায়। তিনি বলেন, ‘আমি পুতিনকে কী বলবো না বলবো সেটা তোমার চিন্তার বিষয় না।’


কোন মন্তব্য নেই