শানুর মিয়াকে দেখতে ওসমানীতে হুমায়ূন রশীদ চত্ত্বর উপ-কমিটির নেতৃবৃন্দ


সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-৭০৭ এর অর্ন্তভূক্ত হুমায়ূন রশীদ চত্ত্বর উপ-কমিটির প্রবীণ শ্রমিক নেতা শানুর মিয়াকে দেখতে সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান হুমায়ূন রশীদ চত্ত্বর উপ-কমিটির সভাপতি মানিক মিয়া, সহ সভাপতি মাহমুদ মিয়া, সাধারণ সম্পাদক মিলন আহমেদ, সহ-সাধারন সম্পাদক বদরুল মিয়া, সদস্য ইসলাম উদ্দিন, মোস্তফা মিয়া, জামিল মিয়া, তাজেল আহমদ, হোসেন আহমদ, ইমরান আহমদ, কামাল মিয়া প্রমুখ।
২৭ জুন বৃহস্পতিবার নেতৃবৃন্দ আহত শ্রমিক নেতা শানুর মিয়ার চিকিৎসার খোজ খবর নেন এবং তাঁর সুস্থ্যতা কামনা করেন। পাশাপাশি পরিবারের সদস্যদের শান্তনা প্রদান করেন।
উল্লেখ্য, শ্রমিক নেতা শানুর মিয়া বুধবার দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর এলাকায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে দ্রুত ওসমানী হাসপাতালে ভর্তি করান। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.