সাকিবের হাফসেঞ্চুরি



ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া ৩২২ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। টানা চতুর্থ ম্যাচে পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেললেন নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪০ বলে ৭টি চারে ৪৫তম ফিফটি করেন তিনি। প্রথম দুই ম্যাচে ৭৫ ও ৬৪ রান করার পর ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান।

টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের চতুর্থ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় মাঠে নামা হয়নি শীর্ষ এই অলরাউন্ডারের।

তবে ৯ দিন পর মাঠে নেমে সেই পুরোনো সাকিবকে দেখা গেলো টন্টনেও। তামিম ইকবালের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন তিনি।

৫৪ বলে ৬০ রানে ব্যাট করছেন তিনি। তার ইনিংসে রয়েছে ৭টি চার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.